29 C
Dhaka
Wednesday, February 19, 2025

মানুষের অধিকার আদায়ে ইসলামের বিকল্প নেই: ড. মাসুদ

মানুষের অধিকার পূর্ণাঙ্গভাবে আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২৫ অক্টোবর) ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ইনসাফপূর্ণ মানুষের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দাবি শুধু পেশ করবেন কিন্তু আদায় করা সম্ভব না। পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থ করতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

আরও পড়ুনঃ  ৩ বছরের মধ্যে রেকর্ড পরিবর্তন স্বর্ণের দামে, জানা গেল কারণ

এনপিএফ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের সব দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান জামায়াতের এ নেতা।

সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ্ বলেন, চিকিৎসাসেবায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। নানা সীমাবদ্ধতার কারণে সারাদেশের মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করলে সারাদেশের জনগণের কাছে সহজেই ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফিজিওদের উন্নত মানের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম দেশের সব জনগণের কাছে ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে, সব ফিজিওথেরাপি ছাত্র ও পেশাজীবী সংগঠনের যৌক্তিক দাবি আদায়ে বদ্ধপরিকর। ফিজিওদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ, ফিজিওথেরাপি চিকিৎসা সহজলভ্য করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে সে প্রত্যাশা করি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ