27.1 C
Dhaka
Thursday, August 7, 2025

মেহেরপুরে জেলা আ.লীগের সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নিজ বাসা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১২ গাংনীস্থ ক্যাম্পের একটি অভিযান দল।

এমএ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে।

আরও পড়ুনঃ  মসজিদে মাইকিং করে লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুর

এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

আটক দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ