26 C
Dhaka
Wednesday, February 19, 2025

কারো উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহ’র

ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে।

সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়।

কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন:
আরও পড়ুনঃ  ঢাবির হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ