29 C
Dhaka
Saturday, October 18, 2025

টয়লেট থেকে তাওহীদের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানালেন মাদরাসার পরিচালক

কুমিল্লা নগরীর একটি মাদরাসা থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সে ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। তাওহীদ জেলার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদরাসার টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এক ছাত্র। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে যে তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ

মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা করবো কেন? তাকে মারলে মাদরাসার অন্যান্য ছাত্রদের তো দেখার কথা। তবে তিনি আত্মহত্যার কারণ জানাতে পারেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, মাদরাসা ছাত্র তাওহীদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তদন্তের স্বার্থে মাদরাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ