29 C
Dhaka
Sunday, October 19, 2025

আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো সোলায়মান সেলিম

এবার আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে। আদালতে চকবাজার থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

এদিকে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম।

আরও পড়ুনঃ  সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব?

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। তার বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ