26 C
Dhaka
Sunday, October 19, 2025

এক ঘণ্টার মধ্যে ধরে আনা হলো রাজুকে

শরীয়তপুরে কোর্টের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে (২৬) এক ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে তিনি দুপুর ৩টার দিকে হাজতখানা ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।

আটক রাজু ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুনঃ  গ্রামবাসীকে হালাল উপার্জন করতে বলতেন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর

রিমান্ড শুনানি শেষে তাকে কোর্টের হাজতখানায় নিয়ে আসলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টা পর তাকে আটক করে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, আসামি হাজতে থাকাকালে সুকৌশলে পালিয়ে গিয়েছিল। পরে এক ঘণ্টার মধ্যে তাকে পুনরায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ