30.5 C
Dhaka
Saturday, August 9, 2025

রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি, সামনে এলো আসল রহস্য

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর কেন্দ্র করে। এই ইউটিউবারের বিয়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে আর এরপর থেকেই আলোচনার সূত্রপার। জানা যায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

কিন্তু সেই খবরের কয়েকদিন পর জানা গেলো নতুন তথ্য। তৌহিদ আফ্রিদি আসলে টিকটকার রাইসাকে বিয়ে করেননি। বরং রাইসার বোন রামিসা আল রিসাকে বিয়ে করেছেন।

একটি সংবাদমাধ্যমে তৌহিদ আফ্রিদি জানান, তার স্ত্রীর বোন টিকটক করেন। দুজনই দেখতে অনেকটা একইরকম। এ জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রীকে রাইসা মনে করছেন।

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

অন্যদিকে এই বিষয়টি রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে।

তৌহিদ আফ্রিদির আর রিসার বিয়ের একটি ছবি শেয়ার করে রাইসা বলেন, সে আমার যমজ বোন রামিসা আল রিসা। এই টিকটকার আরও জানান, তিনি অনেক থেকেই আগেই বিবাহিত। তাই আফ্রিদির সঙ্গে তার বিয়ে সম্ভব নয়।

অন্যদিকে, বেশকিছুদিন ধরে, তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যেই জানা গেল বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ