22 C
Dhaka
Thursday, February 20, 2025

পদত্যাগ করতে চেয়েও পারছেন না ইউসুফ

জাতীয় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু তাকে ছাড়তে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পদত্যাগপত্র গ্রহণ করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বরং তাকে নতুন করে দুই থেকে তিন পদের জন্য প্রস্তাব দেয়া হবে তাদের পক্ষ থেকে।

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে ছিলেন মোহাম্মদ ইউসুফ। সাম্প্রতিক উত্থানপতনের সময়ে এসে সাবেক এই ব্যাটার পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু পিসিবির সূত্র জানিয়েছে, বোর্ড পাকিস্তান ক্রিকেটকে গঠনে ইউসুফের দক্ষতা ধরে রাখতে আগ্রহী এবং তাকে আরো প্রভাবশালী ভূমিকায় একীভূত করার জন্য আলোচনা চলছে। পিসিবি ইউসুফের অবদানকে নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যে দল

টেস্ট ক্রিকেটের সাবেক নাম্বার ওয়ান ব্যাটারকে দুই থেকে তিনটি নতুন দায়িত্বের মধ্যে বেছে নেওয়ার প্রস্তাবও দিচ্ছে ক্রিকেট বোর্ডটি। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি জানিয়েছেন মোহাম্মদ ইউসুফকে ধরে রাখার কথা।

পিসিবি প্রধান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউসুফকে কোথাও যেতে দিচ্ছি না। রাজ্জাক গুরুত্বপূর্ণ, ইউসুফও গুরুত্বপূর্ণ। আমি অন্য সাবেক ক্রিকেটারদের সঙ্গেও পরামর্শ করছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুইটারের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘ব্যক্তিগত কারণে আমি পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই অবিশ্বাস্য দলকে সেবা করা আমার জন্য অনেক বড় সুযোগ এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুনঃ  পরীর মেয়ের নাম সাফিরা সুলতানা, নিয়ম মেনেই নিয়েছেন দত্তক

সাবেক পাকিস্তান অধিনায়ক ইউসুফ ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান সংগ্রহ করেছেন। ২০০৬ সালে ১ হাজার ৭৮৮ রান করে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড এখনো তার দখলে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ