32 C
Dhaka
Monday, August 11, 2025

চবিতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রয়েছেন তিন সমন্বয়ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির তিনজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক। এর আগে, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম প্রকাশ্যে আসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চবি শাখার সভাপতি ও সেক্রেটারি।

বুধবার (২০ নভেম্বর) চবি ক্যাম্পাসের শাহী মসজিদের বিপরীতে মামুন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে এক মতবিনিময় সভায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।

ইসলামী ছাত্র শিবির চবি শাখার বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম, সেক্রেটারি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ ইব্রাহীম। কমিটির বাইতুলমাল (অর্থ) ও সংস্কৃতিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী, অফিস সম্পাদক ব্যাংকিং এন্ড ইনস্যুরেঞ্জ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফেজ মুজাহিদুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ ও একই পদের সহ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম, আইটি সম্পাদক ইসলামিক স্টাডিজ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক পুলিশ সাইন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাঈদ বিন হাবিব, ব্যবসায় শিক্ষা সম্পাদক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইয়াসিন মুহা. মুজতাহিদ ও একই পদের সহ সম্পাদক এগ্রিকালচার ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোশারফ হোসেন সোহাদ, ছাত্র আন্দোল বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসাইন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী

এই কমিটির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ (অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক), মুজাহিদুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক), ইসহাক ভূঁইয়া (ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক) ও একজন সহ-সমন্বয়ক হাবিবুল্লাহ খালেদ (মানবসম্পদ উন্নয়ন সম্পাদক) এর নাম পাওয়া যায়।

শিবির নেতারা বলেন, হাটহাজারী থেকে আমান বাজার পর্যন্ত স্কুল-কলেজের কমিটির নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। এ কারণে এসব প্রতিষ্ঠান দেখাশোনার জন্য দুজনকে কমিটিতে রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে কমিটির মেয়াদ শেষ হবে। বর্তমানে ছাত্রদের সাতটি হলের মধ্যে মাস্টারদা সূর্যসেন হল ছাড়া বাকি সব কটিতে শিবিরের কমিটি রয়েছে।

আরও পড়ুনঃ  ১৩দিন পর শিক্ষকের লাশ মিললো পরিত্যক্ত পুকুরে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রশিবিরের সম্পৃক্ততার বিষয়ে চবির শাখার সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম সংবাদমাধ্যমকে বলেন, সমন্বয়ক পদে যাওয়ার পর তাদের অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত কয়েকজনকে সংগঠনে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে শিক্ষা কার্যক্রম শুরুর পর তাদের আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে কমিটি দেবে। আমাদের সদস্যদের আমরা সেখানে অ্যালাউ করব না।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ