24 C
Dhaka
Thursday, February 20, 2025

কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে হামলা করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেপ্ততাররা হলেন- উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ জুনই শুরু হবে এইচএসসি পরীক্ষা: ঢাকা শিক্ষা বোর্ড

গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িতের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না তারা স্বীকার করেনি। আমরা রিমান্ড চেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করব। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ৮ ডিসেম্বর রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় একদল ছিনতাইকারী সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাসটিতে হামলা করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ