30 C
Dhaka
Thursday, February 20, 2025

লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেল বালক!

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ের ভর্তির ‘সুযোগ’ পেয়েছে এক ছেলে শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ফলাফলের দেখা গেছে, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক ছাত্রের। তার নাম মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না।

আরও পড়ুনঃ  জানা গেল মেয়েসহ সাবিনার ট্রেনে কাটা পড়ার কারণ

যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। তার ভর্তি বাতিল হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ