26 C
Dhaka
Sunday, October 19, 2025

ভা*রতের পররা*ষ্ট্রনীতিতে অবশ্যই পরি*বর্তন দরকার: এস জয়শঙ্কর

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতি-বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের (ভারতের) পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা যখন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এই পরিবর্তনকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।’ খবর দেকান হেরাল্ডের।

আরও পড়ুনঃ  আনসারদের সঙ্গে ছিল ছাত্রলীগ-আওয়ামী লীগ, দাবি আহত শিক্ষার্থীদের

আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা ‘নাটকীয়ভাবে বাড়বে’।

‘আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি’ যুক্ত করেন তিনি।

ভারতের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘বড় পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনা করা এবং আধুনিকভাবে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমি মনে করি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন কারণে আমরা এতদিন ‘গুটিয়ে থাকা’ পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলোকে পেছনে ফেলে এসেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ