30 C
Dhaka
Thursday, February 20, 2025

ব্যাংকে হানা দেয়া ডাকা*তদের ২ দাবি

রাজধানীর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয়া ডাকাতরা ২ দাবি জানিয়েছেন। এসময় ব্যাংকে অবস্থান করা জিম্মি গ্রাহক-কর্মকর্তাদের জিম্মি করে রাখা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে।

এসময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ব্যাংকটি ঘেরাও করে রাখেন।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ‘ব্যাংকের ভেতরে ডাকাতরা অস্ত্রসহ ঢুকেছেন। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

আরও পড়ুনঃ  শাহবাগ থানায় ঢুকে শিক্ষার্থীদের মুক্ত করলেন ঢাবির ৪ শিক্ষক

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক-কর্মকর্তা-কর্মচারী।

চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে।

একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ