21 C
Dhaka
Friday, February 21, 2025

‘টা*র্গেট করে কি*লিং করার পর তারা বলছে আলহামদুলিল্লাহ’

জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের শিক্ষার্থী সানজিদ হাসান তানভীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তারা গণহত্যার মাথায় নিয়ে প্রতিনিয়ত ফেসবুক পেজে সাইবার স্পেস ব্যবহার করে তারা প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে। যারা আন্দোলনে ছিল তাদেরকে হত্যা করা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দেয়া হচ্ছে। তারা গেরিলা যুদ্ধের নামে আমাদেরকে হুমকি দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের এমন হুমকি কেন? এমন প্রশ্ন আমরা জাতির সামনে রাখতে চাই।

আরও পড়ুনঃ  ‘মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৬০ শতাংশ ভবন’

তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী গাজীপুরের সাকিবকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে সে জান বাঁচাতে পালিয়ে যায়। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিনিয়ত ঘটছে আমরা দেখে আসছি।

আমাদের প্রশ্ন রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কিনা? কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাডাররা আমাদের তৃণমূলের আন্দোলনকারীদের ওপর হামলা করেছে।

সানজিদ হাসান আরও বলেন, এ সমস্ত সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। টার্গেট করে কিলিং করার পর তারা বলছে আলহামদুলিল্লাহ। আমরা এ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক সেটা চাই। আমরা এজন্য আদালতের দ্বারস্থ হয়েছি। গণহত্যা চলার সময় আমরা যারা মাঠে আন্দোলন করেছি তারা মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষী। সাক্ষীদের সুরক্ষা দেয়ার জন্য বাংলাদেশে আইন আছে আমরা সেই যার জন্য আদালতে এসেছি।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, সাবেক ওসি রফিকুল রিমান্ডে

এ দিন নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী ও সমন্বয়ক কাওসার হাবিব বলেন, আমাদের সহকর্মীদেরকে বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। সহকর্মীরা টার্গেট কিল্লিং এর শিকার হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বিপ্লবীরা কেন শহিদ হবে। এ সমস্ত বিষয় আমরা ট্রাইব্যুনালে এসেছি জানানোর জন্য। ওদেরকে বলেছেন নিরাপত্তার বিষয়ে তিনি আদালতে তুলে ধরবেন। আমাদের প্রাইভেট ইউনিভারসিটির আন্দোলনের কারণেই জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ