32.8 C
Dhaka
Saturday, August 9, 2025

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু*তে যা বলল ইস*কন

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রেরিত এক বার্তায় এ শোক জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, ‘হাসান আরিফ ছিলেন সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অমায়িক ও সুমিষ্ট ব্যবহার সকলকেই মুগ্ধ করত।

সকলকেই তিনি আপন করে নিতেন। এটা ছিল উনার একটি বিশেষ গুণ। তার কর্মজীবন ও প্রশাসনিক দক্ষতা দেশের অগ্রযাত্রায় রেখেছে অসামান্য অবদান।

আরও পড়ুনঃ  সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে তার কার্যক্রমে দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। তার প্রজ্ঞা, দৃঢ় সংকল্প ও জনসেবার প্রতি অঙ্গীকার জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তায় আরও বলা হয়েছে, ‘ইসকন বাংলাদেশ তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। পরম করুণাময়ের অসীম কৃপায় তিনি অনন্ত শান্তির আশ্রয় লাভ করুন। তার শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ