বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে, সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এক টেলিফোন আলাপে এ অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ টেলিফোন আলাপের কথা জানিয়েছে।
জেক সুলিভান বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করার জন্যও ইউনূসকে অভিনন্দন জানান। তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এ যাত্রায় পাশে থাকবে।
ড. ইউনূস গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের বছরের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
ড. ইউনূস সুলিভানকে বলেন, আগামী জানুয়ারির মধ্যে বিভিন্ন বিষয়ে গঠিত ছয়টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে। এরপর তিনি জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া শুরু করবেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূস ও সুলিভান তাঁদের আলাপে বাংলাদেশে ধর্মনির্বিশেষে সকল নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দিয়েছেন।