30 C
Dhaka
Thursday, February 20, 2025

গাজীপুরে নি*ষিদ্ধ ছাত্র*লীগ নে*তাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃত এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলেন বিএনপি নেতারা। গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম মাসুদ রানা ওরফে কালা মাসুদ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাছা থানা শাখার সাবেক সভাপতি (বর্তমান কমিটির আগের কমিটির)। একাধিক মামলার আসামী ও মাদককারবারি মাসুদ রানাকে ছাড়িয়ে আনতে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) কামাল হোসেন সহযোগী দলীয় নেতাকর্মীদের নিয়ে বুধবার রাতে গাছা থানায় ভিড় করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গ্রেফতারকৃত মাসুদ রানা কামাল হোসেনের ভাগিনা বলে জানা গেছে।

তবে কামাল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বুধবার রাতে থানায় অন্য একটি কাজে গিয়েছিলেন। মাসুদ রানা তার ভাগিনা নয় এবং তাকে তিনি চিনেন না বলেও দাবি করেন।
সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা গত বুধবার রাত পৌনে ১০টায় নগরীর গাছা থানাধীন সুলতান হাসপাতালের সামনে থেকে গ্রেফতার হন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মসজিদে তালা, রাস্তায় জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা

গাছা থানা সূত্রে জানা যায়, মাসুদ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ডিসেম্বর) রাত পৌনে ১০টায় গাছা থানাধীন নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ সিদ্দিক সড়কের একটি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় অন্যান্য আসামীদের সাথে তার যোগাযোগের আলামত নষ্ট করতে নিজের মোবাইল ফোনটি কৌশলে তার এক সহযোগীকে দিয়ে দেন। পরে ওই সহযোগী সেটি নিয়ে কৌশলে কেটে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরা এলাকার কবির হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিললো শামীম ওসমানের

তার বাবার নামেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এমনকি মাদকসহ গ্রেফতার হয়ে ইতিপূর্বে জেলও খেটেছেন। গত ১৯ জুলাই উত্তরায় ছাত্র-জনতার মিছিলের ওপর আক্রমে মাসুদ রনা সরাসরি অংশ নিয়েছিল। ওই আক্রমনে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নেতৃত্ব দিয়েছিলেন। ওই ঘটনায় তাদের নামে মামলাও হয়েছে।

মাসুদ রানা ও তার পিতা কবির হোসেন বিগত দিনে দলীয় প্রভাবে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তারা পিতা-পুত্র বুসরা, ঝাঁঝর ও বোর্ড বাজার এলাকায় একাধিক বাড়ি ও জায়গা জমিরও মালিক বনে যান। কিশোর গ্যাং, মাদক কারবার, ফুটপাতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জোর করে গার্মেন্ট কারখানার ঝুট নেয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মাসুদ রানার বিরুদ্ধে। এলাকায় নতুন বাড়ি-ঘর, মিল-ফ্যক্টরিসহ কোন দালান নির্মাণ হলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হতো বলেও স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুনঃ  শাখায় টাকা রাখার জায়গা নেই, ট্রাকে করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

গাছা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে গত বুধবার রাত পৌনে ১০টায় গাছা থানাধীন সুলতান হাসপাতালের পাশ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ