27 C
Dhaka
Sunday, October 19, 2025

অতিরিক্ত উপ*কমিশনার সানজিদা আফরিন সাময়িক বর*খাস্ত

ঢাকা মহানগর (পুলিশ ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দু’টি মামলায় আনিসুল হক,

সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।

আরও পড়ুনঃ  পিস্তল’ নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অতঃপর…

তবে আদালতে ঐ প্রতিবেদন জমা দেয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে এরইমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন, তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ