20 C
Dhaka
Monday, February 24, 2025

কুমিল্লার মা*ধাইয়া বাজারে আ*গুনে পুড়ে গেছে ৯০টি দোকান

কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ৯০টি দোকান। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত ১২টার দিকে বাজারে আগুন লাগে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই আশপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে আগুন।

পরে, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় বড় ক্ষতির শঙ্কা করছেন দোকান মালিকরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুনে পুড়ে যাওয়া সবগুলো দোকান ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

আরও পড়ুনঃ  ‘আরও অনেক মানুষের জীবন নষ্ট করবে সে, তাই মাইরা ফেললাম’

এজন্য আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণও বিপুল। তবে এখনও কোনোও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ