28 C
Dhaka
Sunday, October 19, 2025

ছাত্র*শিবিরের নতুন সে*ক্রেটারি, কে এই সাদ্দাম?

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়।

এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আরও পড়ুনঃ  ছেলেকে নিয়ে ঘুরছেন শরি*ফুল রাজ, ফের পরীর সঙ্গে সম্প*র্কের গুঞ্জন

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশুনা করছেন।প্রসঙ্গত, আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারি শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে ছাত্রশিবির। সেখানে সারা দেশের সদস্যরা এই সম্মেলনে অংশ নেন।

এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ