22 C
Dhaka
Tuesday, February 18, 2025

চাঁনখারপুলে গণহ*ত্যা: কনস্টেবল সু*জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর চাঁনখারপুলে গত ৫ আগস্টে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জাগো নিউজকে বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেফতার আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম।

আরও পড়ুনঃ  দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।

একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

ওইদিন তাকে গ্রেফতার করা হবে কি না সেই সংক্রান্ত বিষয়ে আদেশ দেবেন। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

৫ আগস্ট বেলা ১১টার দিকে চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ