31 C
Dhaka
Sunday, October 19, 2025

দ্য *কিং ইজ *ডেড’

‘দ্য কিং ইজ ডেড’
খেলা | 3rd January, 2025 10:21 am

হাসছে না ভিরাট কোহলির ব্যাট। চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে চারবার অস্ট্রেলিয়া সফর করেছেন কোহলি। সব মিলিয়ে অজিদের মাটিতে এর আগে ১৩ টেস্টে ২৫ ইনিংসে ১৩৫২ রান করেছিলেন তিনি। সেইসাথে হাফডজন শতকের দেখাও পেয়েছিলেন। এই ৬ সেঞ্চুরির জন্য শচীন টেন্ডুলকরকে খেলতে হয়েছিল ২০ টেস্ট ও ৩৮ ইনিংস। স্বভাবতই ভক্তদের দেয়া ‘দ্য কিং’ উপাধির উপযুক্তই তিনি।

কিন্তু এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুদ্রার উল্টোপিঠ দেখছেন কোহলি। যদিও পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন। কিন্তু বাকিটা? চলতি সিরিজে এ পর্যন্ত খেলা বাকি ইনিংসগুলোতে কোহলির রান যথাক্রমে ৫, ৭, ১১, ৩, ৩৬, ৫ ও ১৭!

আরও পড়ুনঃ  স্বামীর পুরু*ষাঙ্গ কেটে হাস*পাতাল ও থানায় ফোন দিলেন দ্বিতীয় স্ত্রী

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৫ রানে মিচেল স্টার্কের বল কোহলির ব্যাটে লেগে প্রথম স্লিপে উসমান খাজার হাতে জমা হতেই ধারাভাষ্য কক্ষে সাইমন ক্যাটিচ বলে ওঠেন ‘দ্য কিং ইজ ডেড!’, ভিডিও ক্লিপসটি পরে ভাইরাল হয়।

সেই আউটের সময় এসইএন ক্রিকেটে ক্যাটিচ বলেন, রাজা মরে গেছে। ধীরে ধীরে সাজঘরে ফিরছে। রাজার দায়িত্বটা এখন বুমরাহর কাঁধে। কোহলিকে নিজের ওপরই হতাশ দেখাচ্ছে। তার জন্য এটি গুরুত্বপূর্ণ এক ইনিংস ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণে ব্যর্থ। অস্ট্রেলিয়া তাতে খুব, খুবই খুশি হবে। কারণ ম্যাচে তারা নিজেদের ফিরে পেয়েছে।

আরও পড়ুনঃ  সাবান*সহ ৬৫ প*ণ্যে ভ্যাট বাড়ছে

উল্লেখ্য, অফ স্টাম্পের বাইরের বলে ৩৬ বছর বছর বয়সী কোহলির দুর্বলতা নতুন কিছু নয়। কিন্তু এই সিরিজে প্রায় নিয়মিতই এভাবে আউট হচ্ছেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৭ রানে প্যাভিলিওনে ফিরেছেন ভিরাট।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ