সিনেমার গল্পের প্রয়োজনে অনেক চলচ্চিত্রেই নায়ক-নায়িকাদের বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়। এমনও অনেক সিনেমা রয়েছে, যেসবে কিছু দৃশ্যে বেশি চুমুর দৃশ্য বা অন্তরঙ্গতার দৃশ্য বেশি থাকাতে অনেক অভিনয়শিল্পী অভিনয় না করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার গল্পের প্রয়োজনে ছাপিয়ে গেছেন নিজেকে। উদ্দাম যৌনতায় মেতেছেন ক্যামেরার সামনেই।
সেটিও বাস্তবে! আজ এমন কিছু সিনেমা নিয়েই এ প্রতিবেদন যেসব সিনেমায় ক্যামেরার সামনে যৌন দৃশ্যে নায়ক-নায়িকারা সত্যি সত্যিই মিলিত হয়েছিলেন। এই আলোচিত সিনেমাগুলোর দৃশ্যগুলো প্রশংসিতও হয়েছে বেশ।বিনোদন
প্রকাশ: ০২ জানুয়ারি, ২০২৫ ১৭:০১
বাস্তবেই সেক্স করতে হয়েছিল যে ১০ সিনেমার শুটিংয়ে
বিনোদন ডেস্ক
বাস্তবেই সেক্স করতে হয়েছিল যে ১০ সিনেমার শুটিংয়ে
বাঁ থেকে ‘নিম্ফোম্যানিয়াক’, ‘লাভ’ ও ‘লাই উইথ মি’
সিনেমার গল্পের প্রয়োজনে অনেক চলচ্চিত্রেই নায়ক-নায়িকাদের বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়। এমনও অনেক সিনেমা রয়েছে, যেসবে কিছু দৃশ্যে বেশি চুমুর দৃশ্য বা অন্তরঙ্গতার দৃশ্য বেশি থাকাতে অনেক অভিনয়শিল্পী অভিনয় না করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার গল্পের প্রয়োজনে ছাপিয়ে গেছেন নিজেকে। উদ্দাম যৌনতায় মেতেছেন ক্যামেরার সামনেই।
সেটিও বাস্তবে! আজ এমন কিছু সিনেমা নিয়েই এ প্রতিবেদন যেসব সিনেমায় ক্যামেরার সামনে যৌন দৃশ্যে নায়ক-নায়িকারা সত্যি সত্যিই মিলিত হয়েছিলেন। এই আলোচিত সিনেমাগুলোর দৃশ্যগুলো প্রশংসিতও হয়েছে বেশ।
আরো পড়ুন
‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে
‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে
• ক্যালিগুলা
১৯৭০ দশকের ছবি ক্যালিগুলা। অন্য সমস্ত ছবির ক্ষেত্রে পথিকৃৎও বলা চলে।
নির্মাতারা ছবি মুক্তির আগে জানিয়ে দেন, ছবিতে অভিনেতা-অভিনেত্রীরা সত্যিকারের সেক্সুয়াল অ্যাক্ট পারফরম করেছেন। ফুল ফ্রন্টাল ন্যুডিটি থেকে, ওরাল সেক্স, সঙ্গম দৃশ্যে কোনো বডি ডাবল ব্যবহার করা হয়নি। যদিও সাধারণ দর্শক এবং ফিল্ম ক্রিটিকরা ছবিটি খুব ভালোভাবে গ্রহণ করেননি।
5
‘অল অ্যাবাউট আনা’ সিনেমার একটি দৃশ্য
• অল অ্যাবাউট আনা
ডেনমার্কের ছবি।
পরিচালক লার্স ভন ত্রিয়ের ছবিটি সেক্সুয়াল সম্পর্ক নিয়ে তৈরি করেন। মাস্টারবেশন এবং সঙ্গম দৃশ্যগুলিতে অভিনয়ের সময় ছবির চরিত্ররা সত্যিকারের সেক্স করেন। ছবিটি নিয়ে দেশে যথেষ্ট সমালোচিত হয়। তাতে প্রযোজক জানান, ছবিটি এমন একটি বিষয়ের ওপর তৈরি যাতে সেক্সুয়াল অ্যাক্ট না দেখালে ছবির বিষয়বস্তু আঘাত পেত।
আরো পড়ুন
কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’
কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’
• দ্য ব্রাউন বানি
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্লোয়ি সেভিঙ্গি।
মূলত তার বিভিন্ন দৃশ্য, বিশেষত ওরাল সেক্সের দৃশ্যগুলি সবই সত্যি পারফরম করেছেন তিনি। মুক্তির পর রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল এটি।
5
‘নিম্ফোম্যানিয়াক’ সিনেমার একটি দৃশ্য
• নিম্ফোম্যানিয়াক
যাঁরা আন্তর্জাতিক সিনেমা সম্পর্কে খোঁজ রাখেন তাঁরা নিশ্চয়ই জানবেন, সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল ছবিটি। এর পরিচালক ছিলেন লার্স ভন ত্রিয়ের। ছবিতে সেক্স দৃশ্যের জন্য অভিনেতারা সত্যিই পারফর্ম করেন। কিছু দৃশ্যে পর্নো তারকাদের ব্যবহার করা হয়েছে।
• লাই উইথ মি
লরেন লি স্মিথ এবং এরিক ব্যালফোরের সঙ্গম দৃশ্য ছবিতে অন্যতম চর্চার বিষয় ছিল। আর হবে নাই বা কেন, ছবিতে সত্যিই পারফর্ম করেছেন দুজন। সিনেমার তারকাজুটি একাধিকবার সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এর গল্পের খাতিরে।
আরো পড়ুন
আ. লীগের দুঃশাসন নিয়ে ছবি বানিয়ে হুমকির মুখে তিশা
আ. লীগের দুঃশাসন নিয়ে ছবি বানিয়ে হুমকির মুখে তিশা
• সুইট সুইটব্যাকস ব্যাডঅ্যাস সং
১৯৭১ সালের ছবির প্রধান অভিনেতা মেলভিন ফান পেবলস প্রথমে সেক্স দৃশ্যের কথা অস্বীকার করলেও বহু বছর বাদে প্রকাশ পায়, ছবির দৃশ্য সব সত্যিই শুটিং করা হয়েছিল। শুটিং পরবর্তীকালে মেলভিন যৌন রোগে আক্রান্ত হন। কনট্রাক্ট অনুযায়ী তাঁকে কমপেনসেশনও দেওয়া হয়েছিল।
• গান্ডু
কলকাতার প্লটে নির্মিত এক ক্রুদ্ধ কমবয়সী র্যাপার গান্ডুর স্বপ্ন সফল করার কাহিনি ‘গান্ডু’। সঙ্গে তাঁর দোসর রিক্সার রোজনামচা। সিনেমাটিতে ন্যুডিটি, গালিগালাজ, ড্রাগের নেশা ইত্যাদির কারণে কখনো মুক্তি পায়নি ভারতে। তবে কৌশিক মুখোপাধ্যায়ের এই ছবি ২০১০ সালে নিউ ইয়র্কে ‘সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রিমিয়ার হয়েছিল। দর্শকমহলেও ব্যাপক আলোচিত এটি।
আরো পড়ুন
জিন নাকি ভূত, প্রশ্ন নিয়ে হাজির ‘অন্তরা’
জিন নাকি ভূত, প্রশ্ন নিয়ে হাজির ‘অন্তরা’
• বেইস মোয়া
ফরাসি ছবি। যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘আমার সঙ্গে সঙ্গম করো’। টাইটেল দেখেই আন্দাজ করা যেতে পারে ছবিতে সেক্সুয়াল দৃশ্য থাকবে। ছবির সঙ্গম দৃশ্য শুধুমাত্র গ্রাফিকই নয়, রীতিমতো পর্নোগ্রাফির সঙ্গে এ ছবির তুলনা করেছেন ফিল্ম ক্রিটিকরা।
• নাইন সংস
এটি একটি ব্রিটিশ আর্ট রোম্যান্টিক ড্রামা ছবি। ২০০৪ সালে মুক্তি পায় এই ছবি। ছবির পরিচালনা করেন মাইকেল উইন্টারবটম। সিনেমাতে মোট ৮টা ভিন্ন ব্যান্ডকে গান গাইতে দেওয়া হয়েছিল। তা থেকেই ছবির নামকরণ করা হয়। এই সিনেমায় সত্যিকারের সেক্স শুটিং হয়েছে।
5
‘লাভ’ সিনেমার একটি দৃশ্য
• লাভ
এটিও একটি ফরাসি ছবি। ছবির পরিচালনা করেছিলেন গ্যাসপার নুই। ২০১৫ সালে কান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হয় ছবিটিকে। প্রধানত ভালবাসা ঠিক কি তাই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাতে। সিনেমাটিতে একাধিকবার শুটিংয়ে সত্যিকারের সেক্স করানো হয়েছে অভিনয়শিল্পীদের মাঝে। এটি বেশ সাড়া জাগানো চলচ্চিত্র যা সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।
প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
নতুন বছরে দর্শকের নজরে যে ১০ সিনেমা
নতুন বছরে দর্শকের নজরে যে ১০ সিনেমা
ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত
ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত
প্রাপ্তবয়স্কদের এই ৭ সিনেমা ঝড় তুলেছিল দর্শকমনে
প্রাপ্তবয়স্কদের এই ৭ সিনেমা ঝড় তুলেছিল দর্শকমনে
কখনো মা হতে পারবেন না শার্লিন চোপড়া!
কখনো মা হতে পারবেন না শার্লিন চোপড়া!
বিনোদন
প্রকাশ: সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫ ১৪:১২
গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে
বিনোদন প্রতিবেদক
গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে
বাঁ থেকে হিরোইউকি সানাদা, ডেমি মুর, জো সালদানা ও অ্যাড্রিয়ান ব্রোডি
ঘোষণা হয়ে গেল বিনোদন অঙ্গনের সম্মানসূচক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। বিশ্বের অন্যতম সম্মানসূচক এই অ্যাওয়ার্ডের এবারের আসল বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগুন’।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে প্রত্যাশা অনুযায়ী সফলতাও দেখিয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এবারের গোল্ডেন গ্লোবের মনোনয়নে সর্বোচ্চ ১০টি মনোনয়ন বাগিয়েছিল ‘এমিলিয়া পেরেজ’। নন্দিত ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের সিনেমাটি মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে।
এ ছাড়া বাগিয়েছে আরও তিনটি পুরস্কার। এর মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা। তবে ‘এমিলিয়া পেরেজ’-কে জোরালো টক্কর দিয়েছে শোগুন। বেষ্ট টেলিভিশন ড্রামার পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি।
চলুন একনজরে দেখে নিই এবারের বিজয়ীদের –
সিনেমা
সেরা মোশন পিকচার (ড্রামা) : দ্য ব্রুটালিস্ট
সেরা মোশন পিকচার (মিউজিক্যাল বা কোমেডি) : এমেলিয়া পেরেজ
সেরা মোশন পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) : এমেলিয়া পেরেজ
সেরা পরিচালক (মোশন পিকচার) : ব্রেডি কর্বেট (দ ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা) : ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)
সেরা অভিনেতা (ড্রামা) : অ্যাড্রিয়ান ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি) : ডেমি মুর (দ্য সাবটেন্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) : সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান)
সেরা স্ক্রিনেপ্লে (মোশন পিকচার) : পিটার স্ট্রোঘন (কনক্লেভ)
সেরা অরিজিন (মোশন পিকচার) : ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স)
সেরা অরিজিনাল সং– মোশন পিকচার) : ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ)
টেলিভিশন
বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা) : শোগুন
বেস্ট টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : হ্যাকস
বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ : বেবি রেইনডিয়ার
সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (ড্রামা) : অন্না সাওই (শোগুন)
সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হিরোইউকি সানাদা (শোগুন)
সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট ( দ্য বিয়ার)
এছাড়াও তালিকায় রয়েছে জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ : নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার) ও তাদানোবু আসানো (শোগুন)।
এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক নিকি গ্লেজার। পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে গোল্ডেন গ্লোবের সঞ্চালনা করলেন।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না সালমান খানের। একের পর এক হুমকি-ধমকিতে দিশাহারা এই অভিনেতা। গত বছর সালমান খানের বাড়িতে হামলার ঘটনার পর থেকেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। সেই ঘটনার পর হুমকি চলতে থাকে একের পর এক।
এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে খুন করা হয় ভারতের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে। আর সেই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অনুসারীরা। এর পর থেকেই সতর্ক সালমান। সরকারের পক্ষ থেকেও কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অভিনেতাকে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, নতুন বছরে নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তার বেষ্টনীও জোরদার করতে দেখা গেল সালমান খানের। রবিবার (৫ জানুয়ারি) দেখা যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নতুন করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ চলছে। বাড়ির বারান্দা এবং জানালায় কাজ চলতে দেখা যায় এদিন। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোই যে লাগাতার ভাইজান এবং তাঁর পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে, তার জন্যই নিরাপত্তা বাড়ানোর জন্য এই রেনোভেশনের কাজ চলছে।
মুনির
টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গ্যালাক্সির বারান্দার গঠন পাল্টানো হচ্ছে। জানালাকে আরো নিশ্ছিদ্র করা হচ্ছে। সালমান খানের অনুরাগীদের কাছে এই বারান্দা দারুণ জনপ্রিয়। সেখানে এসেই তিনি তার ভক্তদের উদ্দেশে হাত নাড়েন।
জানা গেছে, সালমানের বাড়ির ঠিক উল্টো দিকে আর ভিড় জমতে দেওয়া হবে না।
এ ছাড়া বাড়ির সামনে কড়া নিরাপত্তা বহাল থাকবে। আগের মতো সালমান খানকে হয়তো বাড়ির বারান্দায় খুব একটা দেখাও যাবে না।
আরো পড়ুন
নতুন জীবনের শুরুতেই তাহসানের ‘একা ঘর আমার’
নতুন জীবনের শুরুতেই তাহসানের ‘একা ঘর আমার’
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান। লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাংয়ের আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাড়িতে হামলাও চালিয়েছে। আর সর্বশেষ সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকিকে। যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ভারতে। গত বছরের ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এর পর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরই মধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।