27.9 C
Dhaka
Tuesday, August 12, 2025

এটা মেজর ডালিম না: সাল*মান মুক্তাদির

সামাজিক মাধ্যমজুড়ে দিনভর চলছে মেজর ডালিমকে নিয়ে আলোচনা। ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। তার এই উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন উনি মেজর ডালিম নন।

এসব নিয়ে সামাজিক মাধ্যমে যখন চলছে মিশ্র প্রতিক্রিয়া, তখনই অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির নিজের ফেসবুক হ্যান্ডেলে বললেন, এটা মেজর ডালিম না। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইংরেজি বর্ণমালায় লিখেছেন, ফার্স্ট অফ অল, এটা মেজর ডালিম না। চেক কমেন্ট ফর মোর।

আরও পড়ুনঃ  আন্দোলন করার যৌক্তিক কারণ এখন আর নেই: অ্যাটর্নি জেনারেল

অর্থাৎ, প্রথমত এটা মেজর ডালিম না। আরো জানার জন্য মন্তব্য বাক্স দেখুন। মন্তব্য বাক্সে গিয়ে দেখা গেল সালমান মুক্তাদির একটি লিঙ্ক শেয়ার করেছেন। ওই লিঙ্কে ক্লিক করে দেখা গেল এটি একটি পোশাক কোম্পানির ওয়েবসাইট।

তবে সালমান মুক্তাদিরের এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। তারা বলছেন, এভাবে বোকা বানানো ঠিক হয়নি। কেউ কেউ নানা আলোচনা শুরু করে দিয়েছেন মন্তব্য বাক্সেই।

এদিকে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।

আরও পড়ুনঃ  ২৮ অক্টোবর: লগি-বৈঠা আন্দোলনে মানুষ মেরে লাশের ওপর নৃত্য করেছিল সেদিন

শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। ৭৫ পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ