22 C
Dhaka
Thursday, February 20, 2025

‘জয় বাংলা বলা যদি অপ*রাধ হয়, তাহলে আমাকে ফাঁ*সি দিন’

জাসদ সভাপতি এ এস এম আব্দুর রব আজ এক অনুষ্ঠানে বলেছেন, “জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসি দিন।”

তিনি বলেন, “আমি জয় বাংলা ফোর্সের প্রধান ছিলাম এবং আমার সঙ্গে আরও অনেকে ছিলেন। যদি ‘জয় বাংলা’ বলা অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসি দিন। তবে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে আমি আর মন্তব্য করব না।”

তিনি এই মন্তব্য করেন বারিধারা ডিওএইচএসে অবস্থিত সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায়। সভাটি সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের সাথে পাকি*স্তানের প্রধানম*ন্ত্রীর বৈ*ঠক, সম্পর্ক জোর*দারে স*ম্মত

আরও পড়ুনঃ এবার জাপা ও আ.লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের কর্মসূচি ঘোষণা
আব্দুর রব আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় যাঁরা গুলিতে নিহত হয়েছেন, তাঁরা ‘জয় বাংলা’ বলতে বলতেই মৃত্যুকে বরণ করেছেন। বিজয় অর্জনের পর এই দুটি শব্দ, ‘জয় বাংলা’, বিজয়ের প্রতীক হয়ে ওঠে। তাঁরা উচ্চারণ করেছেন ‘বাংলার জয়, বাঙালির জয়।”

তিনি যোগ করেন, “আপনারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন। আমি এবং আব্দুল কুদ্দুস মাখন তাঁকে বিমানবন্দর থেকে তাঁর বাসায় নিয়ে যাই। বিদ্রোহী কবিও ‘বাংলার জয়, বাঙালির জয়’ লিখেছেন।”

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ