চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বেইজিংয়ের স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল নয়টা পাঁচ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইউএসজিএস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার কাছাকাছি শিগেইস বিভাগের ডিংরি কাউন্টিতে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ভূমিকম্পে ডিংরির চাংসুও শহরে টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে।
ডিংরি কাউন্টির প্রধান সিনহুয়াকে জানান, ভূমিকম্পটি তাদের কাউন্টিতে খুবই শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি। তবে, এ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন শহরে কাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে চার দিনের মাথায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আবারও কেঁপে উঠলো বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতা কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।