29 C
Dhaka
Saturday, October 18, 2025

আবারো এমএসএন ত্রয়ী এক হওয়ার ইঙ্গিত নেইমা*রের!

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ঐতিহাসিক আক্রমণত্রয়ী লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ, যা ফুটবলপ্রেমীদের কাছে ‘এমএসএন’ নামে পরিচিত, ছিল প্রতিপক্ষের আতঙ্ক। বর্তমানে মেসি ও সুয়ারেজ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে একসঙ্গে খেলছেন। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখনও এই দুই বন্ধুর থেকে দূরে। সম্প্রতি নেইমার ইঙ্গিত দিয়েছেন, এই ত্রয়ী আবার একত্রে মাঠ কাঁপাতে পারে। দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন স্পোর্ট নেইমারের কাছে প্রশ্ন রাখে মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন সম্ভব কিনা। জবাবে নেইমার বলেন, ‘নিশ্চিতভাবেই মেসি এবং সুয়ারেজের সঙ্গে একত্রে খেলতে পারা অসাধারণ হবে। তারা আমার ঘনিষ্ঠ বন্ধু। আমরা এখনও নিয়মিত যোগাযোগ রাখি। সেই ত্রয়ী আবারও পুনর্জন্ম লাভ করলে তা অত্যন্ত উপভোগ্য হবে। তবে আমি বর্তমানে আল-হিলালে খুশি। সৌদি আরবে ভালো আছি। ফুটবল সারপ্রাইজে ভরা, তাই ভবিষ্যৎ নিয়ে কিছু বলা কঠিন।’

আরও পড়ুনঃ  পলকের বিরুদ্ধে মুখ খুললেন সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়া ইডেন ছাত্রী!

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন নেইমার। ‘যখন পিএসজি ছাড়ার বিষয়টি সামনে আসে, তখন যুক্তরাষ্ট্রের দলবদল উইন্ডো বন্ধ ছিল। ফলে সৌদি ক্লাব আল-হিলাল আমার জন্য সবচেয়ে ভালো বিকল্প ছিল। তাদের প্রস্তাব আমার এবং আমার পরিবারের জন্য খুবই উপকারী ছিল।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ