21 C
Dhaka
Friday, February 21, 2025

সমন্বয়ক রাফির অ্যাকা*উন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। যেখানে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।

তবে এ প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের ৪ তারিখেও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি।’

আরও পড়ুনঃ  ইউনুস আর যে কু*সংস্কার উপহার দিয়েছে বাংলাদেশকে

তিনি বলেন, ‘কিছুদিন আগে ছড়ানো হলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর।

পরশু দিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজপেপার কোনো সোর্স ছাড়া নিউজ করল আর আমরা সবাই বিশ্বাস করলাম!’

হাসনাত আরো বলেন, ‘চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে।

আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন- হাসিনার সাথে যারা আপস করে নাই তাদের তথ্য-প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ