সরকারের ভূমিকা এবং অভ্যুত্থানপন্থীদের অবস্থান নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি হান্নান মাসুদ বলেন, “বিএনপি যেখানেই যা বলছে, সরকার ঠিক তাই শুনছে।”
তিনি দাবি করেন, বর্তমান সরকার অনেকক্ষেত্রেই বিএনপির কথার প্রভাব মেনে কাজ করছে, অথচ অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই। তিনি আরও বলেন, “আমরা অভ্যুত্থানের প্রতিনিধিরা সরকারের ছত্রছায়ায় কাজ করছি বলে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার আমাদের কোনো দাবি মানেনি। আমরা একদফা আন্দোলনের অংশগুলো বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চাপ সৃষ্টি করছি।”
১৫ আগস্ট নিয়ে যা বললেন নুর
তিনি স্পষ্ট করে বলেন, “৮ তারিখে আমরা শপথ নিয়েছিলাম কোনো রাজনৈতিক দল বা ব্যানারের প্রতিনিধি হিসেবে নয়, বরং অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতে। রাজনৈতিক দলগুলো নিজেরাই বলেছিল আমাদের প্রতিনিধি সরকারে থাকা উচিত। এখন আমরা যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তখন দেখা যাবে তারা আমাদের সঙ্গে থাকবে নাকি বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত হবে।”
সরকার এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “সরকার যদি সত্যিকার অর্থে বৈধতা পেতে চায়, তাহলে তাদের অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নে কাজ করতে হবে। অন্যথায়, আমরা পরবর্তী সরকারের ওপরও চাপ সৃষ্টি করব।”
নিজেদের অবস্থানে অনড় তাবলিগের দুই পক্ষ, শুক্রবার কী হবে?
হান্নান মাসুদের মতে, বর্তমান সরকার এবং বিএনপির রাজনৈতিক কৌশল জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না। “আমরা অভ্যুত্থানের শক্তি, এবং আমাদের লক্ষ্য একদফার দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করা,” তিনি বলেন।