28.3 C
Dhaka
Tuesday, August 12, 2025

সুষ্ঠু নির্বাচনের জন্য সাত-দিন ব্যাপী বিভাগীয় নির্বাচন হবে: ড. ইউনূস।

সুষ্ঠুতা নিশ্চিত করতে সাতদিন ব্যাপী বিভাগীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দেশের প্রতিটি বিভাগের জন্য আলাদা দিন নির্ধারণ করা হবে, যাতে ভোটগ্রহণ সহজ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয়।

ড. ইউনূস এক সংবাদ সম্মেলনে বলেন, “দেশের প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। সাতদিনব্যাপী এই পরিকল্পনা বাস্তবায়ন করলে নির্বাচন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।”

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং পর্যবেক্ষকদের সরাসরি উপস্থিতি থাকবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তায় ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু থেকে এক বছরের আয় এসেছে দুই বছরে

এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “প্রথমবারের মতো এমন একটি পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। এতে ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং অভিযোগের সংখ্যা কমে আসবে।”

সাতদিনব্যাপী এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়বে বলে বিশ্লেষকদের মত। তবে বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত না হলে নির্বাচনে অনিয়মের ঝুঁকি থেকেই যাবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ