26 C
Dhaka
Sunday, October 19, 2025

‘পোস্ট*ডিলিট করো, সমস্যা হবে’

শেষ ওভারে জয়ে জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। যা প্রায় অসম্ভব বলা চলে। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের করা শেষ ওভারে তিনি তুলে নিলেন ৩০ রান। এতে করে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে টিকে রইলো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর।

রুদ্ধশ্বাস এই ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

এমন ম্যাচ যে হারতে হবে ঘুণাক্ষরেও হয়তো ভাবেনি বরিশাল। ততক্ষণে তাদের পোস্টে পাল্টা খোঁচা দিয়ে ফেলেছে রংপুর- ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।

এর আগে প্রথম দেখায় বরিশালকে হারিয়ে রংপুর পোস্ট করেছিল, ‘বরিশালের লঞ্চে রংপুরের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা।’ তারই পাল্টা খোঁচা দিতে চেয়ে আরেকটি ধাক্কা খেলো বরিশাল। অবশ্য পোস্ট তারা ডিলিট করেনি, বরং রংপুর ও সোহানকে অসম্ভব জয় এনে দেয়ায় অভিনন্দন জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  ‘আয়নাঘরের’ প্রমাণ নষ্ট করেছে ডিজি*এফআই: গুম তদন্ত কমিশন

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৯৭ রান। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছেন কাইল মায়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন ফিফটির দেখা। ১ চার ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান।

এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও কম যায়নি। তবে দলীয় ১৫৭ রানে ইফতিখার আহমেদ আউট হওয়ার পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে হারতে বসেছিল নূরুল হাসান সোহানের দল। কিন্তু শেষ ওভারে সোহানের বীরত্বে শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর। ২৪ বলে ৪৮ রান করেন খুশদিল শাহ। ৩৬ বলে ৪৮ রান করেন ইফতেখার।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ