27 C
Dhaka
Sunday, October 19, 2025

বরিশালে যুব*লীগ নেতার হাত ও পায়ের র*গ কেটে দিলো দুর্বৃত্তরা

বরিশাল মহানগর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে নগরীর গোরস্থান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। হামলায় রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে।

রাজীব সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী।

আরও পড়ুনঃ  যে কারণে কলকাতায় যেতে পারছেন না আনারকন্যা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজীব রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় পিছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।

আহত রাজীবের বোন শাহীনা আজমিন বলেন, স্থানীয় বাচ্চু নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে৷ তার হাতের আঙুল ও রগ কেটে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান সময়ের কন্ঠস্বকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ