27.9 C
Dhaka
Tuesday, August 12, 2025

তাহসানের ভাই*রাল হওয়া ভিডিও, সত্যতা জানা গেল

কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়।

এদিকে, রোজা আহমেদকে বিয়ের সময় কাবিনে সই করতে গিয়ে প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে মনে করে হয়তো ‘অঝরে কাঁদেন’ জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এমন ক্যাপশনে একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটা তাহসানের নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থান বিরোধী চক্রান্ত করার সুযোগ রাষ্ট্রপতিকে দেওয়া হবে না

নেটদুনিয়ায় এটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেনই সত্যি বলে ধরে নেন ভিডিওটি। তবে ভিডিওটি তাহসানের নয়, বলে জানিয়েছে ফ্যাক্ট চেকার রিউমর স্ক্যানার।

জানা যায়, ভাইরাল ভিডিওতে কাবিনে সই করার সময় কান্নারত ওই ব্যক্তির ভিডিওটি পাকিস্তানের একটি ইউজার আইডি (ayankhatri1) থেকে আপলোড করা হয়।

এদিকে, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশে তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

আরও পড়ুনঃ  পুলিশ স্টিক দিয়ে কোটা আন্দোলনকারীদের পেটালেন ছাত্রলীগ নেতা

প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ