26 C
Dhaka
Wednesday, February 19, 2025

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় আমেরিকা–ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্র*দূত

আমেরিকা ও ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি। বৃহস্পতিবার ভারতীয় ইংরেজি ভাষার টেলিভিশন উইঅন নিউজকে (ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ) দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকা ও ভারতের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এরিক গারসেটি বলেন, ‘আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে।’

সাংবাদিক সিদ্ধান্ত সিবাল বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন, ‘আপনার কাছে আমার প্রশ্ন হলো– বাংলাদেশ সম্ভবত ভারত ও মার্কিন সম্পর্কের জন্য একটি সমস্যা ছিল। আমরা (শেখ) হাসিনাকে চলে যেতে দেখেছি, যা ভারতের জন্য একটি ধাক্কা হিসাবে দেখা হয়। সেখানে জামায়াতের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। আপনারা কীভাবে দেখছেন?’

আরও পড়ুনঃ  ভারতে গার্লস স্কুলের ভিডিও ক্লিপ ভাইরাল

জবাবে এরিক গারসেটি বলেন, ‘আমি মনে করি, আমরা উভয়েই (আমেরিকা ও ভারত) একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যেকোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। এবং আমি মনে করি আমাদের একটি সুযোগ আছে। আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’

আরও পড়ুনঃ  সড়কে পড়ে ছিল ইয়াছিনের নিথর দেহ, সবাই ব্যস্ত ভিডিওতে

জি নিউজ নেটওয়ার্কের মালিকানাধীন উইঅন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বস্ত করেন, ২০০৮ সালের (ভারতে) মুম্বাই সন্ত্রাসী হামলায় জড়িত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহওয়ার হুসেন রানাকে প্রত্যর্পণের প্রতিক্রিয়া হিসাবে ‘ন্যায়বিচার করা হবে’। রানাকে ২০১১ সালে আমেরিকায় সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে (এলইটি) বস্তুগত সহায়তা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ভারত ২৬/১১ সন্ত্রাসী হামলার মামলায় তাঁর প্রত্যর্পণ চেয়েছিল।

রাষ্ট্রদূত গারসেটি ভারতের খালিস্তানি উদ্বেগ, ভারত রাশিয়ার জ্বালানি (তেল) আমদানি ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা বলেছেন। ভারতের খালিস্তানি উদ্বেগ, বিশেষ করে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে যেকোনো হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আমরা অগ্রগতি, গভীর তদন্ত ও হামলার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছি।’

আরও পড়ুনঃ  তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রে*প্তার করা হোক: আসিফ

সাক্ষাৎকারে এ ছাড়া রাশিয়া প্রশ্নে ভারত ও আমেরিকার মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গও উঠে এসেছে। বিশেষত রাশিয়া থেকে জ্বালানি আমদানি প্রশ্নে ওয়াশিংটনের সাথে দিল্লির মাঝের শীতল সম্পর্কের প্রসঙ্গটি উঠে আসে। আলোচনায় আসে জঙ্গিবাদ মোকাবিলায় দুই দেশের মধ্যে থাকা সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়ও।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ