29 C
Dhaka
Thursday, February 20, 2025

আর্জেন্টিনার সঙ্গে ফুটবল সম্পর্ককে বাণিজ্যে *রূপান্তর করতে চায় বাংলাদেশ

কাতার বিশ্বকাপে না থেকেও সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার অনন্য নজির স্থাপন করেছিল বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। সে সময় বাংলাদেশে সমর্থকদের উন্মাদনার কথা জানতে পেরেছিল আর্জেন্টিনা। এরপর দেশটির ফুটবলের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। নানা সময় বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির ফুটবলার ও রাজনীতিবিদরা। এবার সেই সম্পর্কেই বাণিজ্যে রূপান্তর করতে চায় বাংলাদেশ।

সেই লক্ষ্যে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস; আর্জেন্টিনাকে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের সঙ্গে আবেগপূর্ণ ফুটবল সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তওবা করে পরিশুদ্ধ হওয়ার আগে ছাত্রলীগের বিচার হোক : আরিফ আজাদ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের অপ্রতিরোধ্য সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে মানসিক সংযোগ আছে। আমরা সেটা গড়ে তুলতে পারি। মাঠ প্রস্তুত। আমরা চাইলে এটাকে অন্য খাতে নিয়ে যেতে পারি।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে তুলা সংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগের জন্য সম্পূর্ণ মালিকানা বা যৌথ উদ্যোগ স্থাপনের সুযোগ খোঁজার এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার জন্য রাষ্ট্রদূতকে বলেন।

আরও পড়ুনঃ  ‘ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা’

রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুদেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা রাখতে পারে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করারও অনুরোধ করেন তিনি।’

রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের যে ভালো অনুভূতি আছে, আমরা তা দুদেশের স্বার্থে কাজে লাগাতে পারি।

এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেন, আর্জেন্টিনার কাছে বর্তমানে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এটিকে ভারসাম্যপূর্ণ করতে চায়।

আর্জেন্টিনা বর্তমানে বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলাসহ অন্যান্য বেশকিছু পণ্য রপ্তানি করে। বিপরীতে বাংলাদেশ থেকে বার্ষিক প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের মতো পোশাক আমদানি করে।

আরও পড়ুনঃ  ঢাকা ছাড়ার আগে-পরে শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি: জয়

কাজেই তিনি তুলা, যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল সহযোগিতা (মহিলাসহ), ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধি দল, এলএনজি, চালের রোগ সংক্রান্ত বিষয়ে নিবিড়ভাবে কাজ করার ওপর জোর দেন।

এছাড়াও রাষ্ট্রদূত সেসা গত ২৯ আগস্ট, ২০২৪-এ স্বাক্ষর করার মাধ্যমে বলপূর্বক গুম প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান। সেই সঙ্গে তিনি আর্জেন্টিনায় ক্ষুদ্রঋণ চালুর জন্য বাংলাদেশের সহযোগিতাও কামনা করেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ