31 C
Dhaka
Friday, October 17, 2025

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যা*হার ব্রিটিশ এমপিদের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত ‘বিতর্কিত’ প্রতিবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন একদল ব্রিটিশ এমপি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষে পক্ষপাতদুষ্ট–এমন অভিযোগ আসার পর তারা সরিয়ে নেন বলে জানান।

গার্ডিয়ান বলছে, ২০২৪ সালের নভেম্বরে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশের আইন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর পাশাপাশি ইসলামি উগ্রপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবও তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  আন্দোলনে সক্রিয় ছিলেন, বাসে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন মাহিন

এবার সেই প্রতিবেদন সরিয়ে নেওয়ার পর কর্মকর্তারা বলছেন, ‘যাই হোক, এটি আর প্রকাশ করা হচ্ছে না এবং একজন লেবার এমপি হাউস অব কমন্সে এ সম্পর্কে অভিযোগ করার পরে এটি পর্যালোচনার অধীনে রয়েছে। এটি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে করা হয়নি এবং এপিপিজি বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাবে না বা কোনো ফলো-আপ করবে না।’

এর আগে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কমনওয়লেথ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বিভ্রান্তিকর প্রতিবেদন দিয়েছিল উল্লেখ করে এর নিন্দা জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) রূপা হক। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্স বার্তায় তিনি এ নিন্দা জানান।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে: সমন্বয়ক ফাতেমা

রূপা হক লেখেন, ওই প্রতিবেদনে ইউনূস সরকারের বিরুদ্ধে একতরফা অভিযোগ আনা হয়। এসব অপতথ্য, ব্যাপকভাবে গণমাধ্যমেও ছড়ানো হয়। এটি যুক্তরাজ্য সরকারের নীতিকেও বিভ্রান্ত করেছিল। হাউজ অব কমন্সকে রূপা হক জানিয়েছেন, এই প্রতিবেদনের কোনো প্রাসঙ্গিকতা নেই।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ