27 C
Dhaka
Sunday, October 19, 2025

মাগুরায় রাস্তার পাশে মিলল শ্রমিক লীগ নেতার মর*দেহ

ওই নেতার নাম রফিকুল ইসলাম রুমন (৪০)। তিনি মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহত রুমন মাগুরা জেলা শ্রমিক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের লাইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শহরের পারলা এলাকায় বসবাস করা রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে।

নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরদিন ভোর রাতে খবর আসে চারা বটতলা এলাকায় রুমনের মরদেহ পড়ে আছে।

আরও পড়ুনঃ  নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের প্রথম দিনেই প্রশ্ন ফাঁসের অভিযোগ

তিনি বলেন, জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। যেখানে তিনি মাঝে মাঝে যাত্রী পরিবহন করতেন। তাদের সঙ্গে কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সন্দেহ রয়েছে।

মিলন আরও বলেন, রুমনের মরদেহ থেকে বেশ খানিকটা দূরে হাতের গ্লাভস পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, রুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেও স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  শাহবাগে সভা-সমাবেশ করা যাবে না

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, রুমনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।

তাছিন জামান/এএমকে

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ