31.8 C
Dhaka
Thursday, July 31, 2025

ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হা*মলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক শেখ ফরাশের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাশ বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাওয়ারের সামনে বসে ছিলাম। এসময় হঠাৎ করে ৫-৭টি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বললে আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকি। এ অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।

আরও পড়ুনঃ  ফেরদৌস-রিয়াজকে 'টোকাই' আখ্যা, ফেসবুকে কড়া স্ট্যাটাস সালমান মুক্তাদিরের

আরও পড়ুন : অভিনব কায়দায় পর্নো ভিডিও বানিয়ে ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট, গ্রেপ্তার স্কুলছাত্রী

আরও পড়ুন : ‘মাসখানেক আগে মেয়েকে ডাক্তার দেখাই, ওর মধ্যে একটা ভয় কাজ করতো’

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ