27 C
Dhaka
Sunday, October 19, 2025

মেয়েটা মানসিক*ভাবে অসুস্থ ছিল, এমন ঘটনা ঘটাবে বুঝতে পারিনি

তৃষ্ণা বিশ্বাস ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার ১৪ বছর বয়সী কিশোর বিশ্বাস নামে ছোট এক ভাই রয়েছে।

সোমবার দুপুরে (২০ জানুয়ারি) সরেজমিনে গিয়ে জানা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের তৃষ্ণা বিশ্বাস দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালের নভেম্বরে নারী কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন। চাকরির কিছু দিন পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরিবার থেকে মানসিক ডাক্তার দেখানো হয়েছে বলে জানান স্বজনরা। কিন্তু গত রোববার সকালে পরিবারের কাছে খবর আসে পুলিশ ব্যারাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৃষ্ণা। পরিবারের একমাত্র উপর্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগল তার বাবা-মা ।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় কমান্ডাররা, কারণ কী?

বিজ্ঞাপন

এলাকাবাসীরা জানায়, তৃষ্ণা খুব ভালো মেয়ে ছিল। অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিল। ওর চাকরির টাকায় সংসার চলতো।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ