পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার রাতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই হয়েছে। পরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জমাদ্দারের ছেলে মো. সুমন জমাদ্দার ভাণ্ডারিয়া বাজারের বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়ায় পৌঁছালে ওত পেতে থাকা চার-পাঁচ দুর্বৃত্ত তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
এ সময় একজনকে জাপটে ধরলে অন্যরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
সুমনের চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাব্বি হাওলাদার ও তায়েব হাওলাদারকে আটক করে। পরে রাব্বির ফোনের কললিস্ট চেক করে ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজিকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা নাজির হোসেন জানান, আটক রাব্বি হাওলাদারের কললিস্ট চেক করে কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়।
পরে র্যাব-৮-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জেহাদি হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।