30 C
Dhaka
Thursday, February 20, 2025

ব্রিজের নিচে থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মর*দেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে ব্রিজের নিচে থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বেলাবো-কিশোরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা লাশের মত দেখতে পান। এ সময় স্থানীয়রা মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচিয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুনঃ  সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মনোহরদী থানা পুলিশ উপ-পরিদর্শক এসআই মেহেদী হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে এবং জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ