27 C
Dhaka
Sunday, October 19, 2025

খোলা মাঠে ভোটগ্রহণের প্রস্তাব ইসি তাহমিদা আহমদের

খোলা মাঠে ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।
রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরে সবার সহযোগিতা চান তিনি।

ইসি তাহমিদা আহমদ বলেন, ‘আমি চাই আমাদের ভোটটা হোক ট্রান্সপারেন্ট। যদি আমরা বদ্ধ ঘরে ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয়ই হবে না, তাই আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে।

আপনারা কি আমাকে সমর্থন করেন? নির্বাচনতো হয় সাধারণত স্কুল-কলেজের এই ধরনের মাঠে, তারও একটা পাকা বাউন্ডারি থাকে, তার ভেতরের যে মাঠ, সেই মাঠে আমি সেটা করতে চাই, কি করা যাবে নাকি এটাকে পাগলামি মনে হয়? তাহলে আমরা কেন সেটা করছি না, সেটা কি করতে পারব না?

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন ইশরাক 

তিনি বলেন, ‘তরুণ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়কালে আমরা এ কথা বলেছিলাম যে আমরা এমন স্বচ্ছ করতে চাই, তারা বলল যে, ‘‘না ম্যাডাম এটা করা যাবে না’’, ছিনতাইকারী নিয়ে যাবে, আমরা আগেই ছিনতাইকারীকে দিয়ে দিলাম, কেন আমরা ছিনতাইকারীকে দেব, আমরা আছি না, আমরা পারব না আটকাতে, যদি আমরা মাঠে রশি দিয়ে বাউন্ডারি করি, তাহলে সেই বাউন্ডারির ভেতর কেউ কি ঢুকবে, আমরা যখন ব্যাংকে যাই সেখানে তো সরু সুতা দিয়ে লাইন করে দেয় আমরা কি সেখানে থাকি না, সেটা আমরা মানি না, তাহলে সেখানে কেন মানব না, আমরাইবা কেন সেটা করব না, আপনারাইবা কেন সেটা সহযোগিতা করবেন না, যদি সহযোগিতা করেন তাহলে আমরা খোলা মাঠে আয়োজন করব।’

আরও পড়ুনঃ  ঢামেকের পরিচালকের সঙ্গে হাসনাত-সার্জিসের বৈঠক চলছে

খোলা মাঠে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান বেগম তাহমিদা আহমদ। তার মতে, ‘সংস্কারের এই প্রক্রিয়াকে প্রথমে পাগলামি মনে হতে পারে। নাথিং ইজ ইমপসিবল বলে একটা কথা আছে, আমরাও সেটি দেখিয়ে দিতে চাই, আমাদের এই কমিশনও দেখিয়ে দিতে চাই, এই ক্ষেত্রে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন।’

খোলা মাঠে নির্বাচন হতে পারে উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তবে প্র্যাকটিক্যালি এটি সম্ভব কি না ভাববার বিষয় আছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ