26 C
Dhaka
Sunday, October 19, 2025

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলেও বাংলাদেশের পাশে থাকবে ইইউ

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনার হাদজা লাহবিব বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলে সেই প্রক্রিয়াতেও বাংলাদেশের পাশে থাকবে ইইউ।

সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তায় এ বছর ইউরোপীয় ইউনিয়ন ৬৮ মিলিয়ন ইউরো দেবে।

বাংলাদেশে আশ্রয় নেয়া স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারের সংঘাতময় জনগোষ্ঠীসহ বিশেষ করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় এ বছর এই অর্থ দেয়া হবে।

আরও পড়ুনঃ  যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার

গত শ‌নিবার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় আসেন ইইউর কমিশনার হাদজা লাহবিব।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ