31 C
Dhaka
Saturday, October 18, 2025

গেট টপকে দরজা ভেঙে গুলশানে সাবেক এমপির বাসায় ঢুকল ছাত্র-জনতা!

মেইন গেট টপকে বাসার দরজা ভেঙে রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় ঢুকে পড়েন ‘ছাত্র-জনতা’। অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় অভিযান চালান।

তবে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পরিচয় গোপন করে দেশ ছাড়ছিলেন নিপুন, আটক বিমান*বন্দরে

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র-জনতা। তল্লাশির শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় ‘ছাত্র-জনতা’ তানভীর ইমামের বাসায় তল্লাশি চালাবে। ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণে অর্থ রয়েছে এমন তথ্য জানানো হয়। এরপর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  বিএসএফের গুলিতে কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ‘ছাত্র-জনতা’ বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুকে তল্লাশি চালান।

ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এ ছাড়া গুলশান থানায় যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ