32.7 C
Dhaka
Sunday, July 27, 2025

চীন যে আধুনিক তিন টি হসপিটাল উপহার দিবে স্থাপিত হবে কোথায় জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশকে তিনটি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার। এগুলোর মধ্যে নীলফামারিতে একটি বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকায় একটি পুনর্বাসন কেন্দ্র নির্মিত হবে। বিশেষ করে তিস্তা অঞ্চলে নির্মিত হাসপাতাল উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর ১৩ এপ্রিল এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য চীন সরকার রোবোটিক ফিজিওথেরাপি সরঞ্জাম উপহার দিয়েছে, যা বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। এই যন্ত্রপাতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে এবং আহতদের পুনর্বাসনে বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্য, পদাবনতি হলো বিএনপি নেতা দুলুর

এদিকে, সরকার জুলাই অভ্যুত্থানে আহত আরও ৬০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ২১ জনকে তুরস্কে এবং ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে। পাকিস্তানে বিশেষায়িত হাসপাতালে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

এই উদ্যোগগুলো বাংলাদেশের স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ