30.1 C
Dhaka
Saturday, August 9, 2025

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের আটক করা হয়েছে, তারা হলেন- সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীর মারুফ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

আরও পড়ুনঃ  দুই বছরের বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গেলে বেঁধে রাখলেন ইউএনও

সদর থানার ওসি আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় সন্দেহজনকভাবে ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, আটককৃতদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি (সিজন) অগ্নিসংযোগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘মিশন কমপ্লিট’!

আটক সিজনের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু হবে।

আরও পড়ুনঃ  আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: যুক্তরাষ্ট্র

এদিকে ভুক্তভোগীর পরিবার জানিয়েছেন, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িও ওই গ্রামে।

এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আফসার উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের বাড়িও একই এলাকায়।

অপর দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বুধবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি।

আরও পড়ুনঃ  এবার যে কঠিন আইন করলো ইরান

অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে নেমেছে ঢাকা থেকে আসা সিআইডির ক্রাইম সিনের একটি টিম।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ