29 C
Dhaka
Sunday, October 19, 2025

পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে ছাত্রী, মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে এবং গংগাহাট এমএস উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রিয়ার পরিবার দাবি করে জানায়, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে ঘরে ছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাতভর উত্তাল ধানমণ্ডি ৩২ নম্বর

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ