31 C
Dhaka
Saturday, October 18, 2025

গাজায় অনুপ্রবেশকালে আটক একদল ইসরায়েলি

বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ইসরায়েলি ওই নাগরিকরা। তবে, গাজার সীমানায় প্রবেশ করতে পারেননি তারা। এর আগেই তাদের ধরে ফেলে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুনঃ  শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ছদ্মবেশে ক্যারম খেলছিল র‍্যাব, অতঃপর যা ঘটলো

আইডিএফ বলছে, অনুপ্রেবেশের চেষ্টাকারী এ ইসরায়েলিদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজনও রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে। তবে, আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তারা। 

২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নাগরিকদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপরও অনেক ইসরায়েলি গাজায় প্রবেশের চেষ্টা করেছেন। 

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ