জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ এনেছেন একাংশের নেতা-কর্মীরা। কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন করেন তারা।
সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে শেষ করেন তারা। একাংশের নেতা-কর্মীরা বলেন, বর্তমান জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির একাধিক সদস্যের অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এর পরিপ্রেক্ষিতে তারা এই ‘ব্যর্থ ও বিতর্কিত’ কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি ও একটি যোগ্য, কার্যকর এবং স্বচ্ছ নতুন কমিটি গঠনের দাবি জানান।
তাঁদের দাবিগুলো হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা; দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা; ভ্যাকসিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করা; কমিটির সব সদস্যের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করা এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করা।
সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির দূর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন নেতাকর্মীরা। সেগুলো হলো- ভ্যাকসিনেশন কর্মসূচিকে ঘিরে অর্থ কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার, ১৭৭ সদস্যের কমিটিতে ১৩ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও কমিটি ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ না নেয়া এবং কেন্দ্রের সাথে সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা। এছাড়াও তাঁরা এ কমিটিকে অসামঞ্জস্যপূর্ণ ও অদক্ষ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগে ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গত ৮ জানুয়ারি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়।