33.8 C
Dhaka
Saturday, May 17, 2025

আমার হাসবেন্ড মেয়েদের ধরে আর ছাড়ে, উনি মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করতেই থাকবে: হ্যাপি

সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে একটি গভীর ও বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেছেন। মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, এখন তিনি শুধুমাত্র নিজের সন্তান ও নিজের জীবন নিয়ে মনোযোগী হতে চান।

তিনি তার দ্বিতীয় স্বামী মুফতি তালহার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

হ্যাপি বলেন, “আমার হাসবেন্ড মেয়েদের ধরে আর ছেড়ে দেয়। মনে হয়, মৃত্যুর আগ পর্যন্ত উনি বিয়ে করতেই থাকবেন—এটা নিয়ে উনার কোনো অসুবিধা নেই।”

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকা ছাত্র*লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

তিনি আরও বলেন, “উনি মৌখিকভাবে বিয়ে করেন, যাতে প্রমাণ না থাকে যে তিনি কাউকে বিয়ে করে ছেড়ে দিয়েছেন। কাউকে ১০ হাজার টাকা দেন মহরে, কাউকে ১ লাখ, ৩০ হাজার, ২০ হাজার বা ৫ হাজার টাকায় বিয়ে করেন। এভাবেই একের পর এক বিয়ে করে যাচ্ছেন।”

হ্যাপি অভিযোগ করেন, “আমি জানি, আমার হাসবেন্ড মেয়েদের ধরে আর ছেড়ে দেন। আমি তালাক চাইলে উনি দেন না—মানে, আমাকে একপ্রকার জিম্মি করে রেখেছেন।”

অন্যদিকে, অভিযুক্ত মুফতি তালহা এক ভিডিও বার্তায় সব অভিযোগকে মনগড়া ও মিথ্যা বলে দাবি করেছেন।

আরও পড়ুনঃ  ২৮১ কি.মি. বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যেখানে

তিনি বলেন, “সে বিভিন্ন সিন তৈরি করে, এবং যখনই আমার কাছ থেকে কিছু টাকার পরিমাণ আদায় করে, তখন তালাক চায়। আমি জানি, এই তালাক চাওয়ার বিষয়টি সম্পূর্ণ একটি সাজানো নাটক।”

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ